
শাহাদাত আল মাহদী,রিয়াদ প্রতিনিধি। রিয়াদে জমকালো আয়োজনের মাধ্যমে সম্পন্ন হলো কুমিল্লা প্রবাসী সোসাইটি রিয়াদ-এর ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আন্তর্জাতিক মাতৃভাষা এবং শহিদ দিবস পালন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।রিয়াদের কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান।
অত:পর জাতীয় সংগীত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক ও আর টিভি সৌদিআরব ব্যুরো প্রধান জনাব মোহাম্মাদ আবুল বশির।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলাম, প্রধান বক্তা শিল্পপতি ও রাজনীতিবিদ জনাব আলী আকবর, বিশেষ অতিথি বাংলাদেশ বিমান-সৌদি আরবের রিজিওনাল ম্যানেজার ফারুক আল মামুন।
যৌথভাবে সঞ্চালনায় ছিলেন সাংবাদিক রুস্তম খান ও শেখ জামাল।
ঢাকা মেডিকেলের পরিচালক জামিরুল ইসলামসহ মঞ্চে আরোও উপস্থিত ছিলেন কুমিল্লার উজ্জ্বল ব্যক্তিগণ।
আলোচনায় বক্তাগণ সোসাইটির সেবার নানামুখী দিক তুলে ধরেন।
তারা ইতিহাস ঐতিহ্যের নন্দনভূমি কুমিল্লাকে বিভাগ ঘোষণার আর্জি পেশ করেন।
বক্তারা বলেন,শিক্ষা শিল্প সাহিত্য ও সংস্কৃতির বিদ্যাপীঠ কুমিল্লা প্রাচীন ঐতিহ্য সমৃদ্ধভূমি হিসেবে পরিচিত। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে কুমিল্লার ভূমিকা ছিলো অনন্য। মুক্তিযুদ্ধে কুমিল্লার ৪১৭ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন।
তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা,র যমুনার জলছোঁয়া ভূমি কুমিল্লা। তিতাস একটি নদীর নামের ভূমি, নজরুলের স্মৃতি বিজড়িত গোমতী নদীর জল সিঞ্চিত ভূমি কুমিল্লা,ঐতিহ্যের ময়নামতির ভূমি কুমিল্লা, রসমালাইয়ের আদিভূমি কুমিল্লা। ইতিহাস ঐতিহ্যে আকীর্ণ যে ভূমি,তার বিভাগ হবার সব যোগ্যতাই আছে। অচিরেই বিভাগ ঘোষিত হোক এই জনপদটি।
আলোচনা অনুষ্ঠান শেষে সোসাইটির সদস্যরা কমিউনিটির প্রতিনিধিত্বশীল ব্যক্তিদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।এরপর ছিলো সাংস্কৃতিক পর্ব। সাংস্কৃতিক পর্বে দেশাত্মবোধক
সংগীত পরিবেশন করেন প্রবাসী নাশিদ ব্যান্ডের নাশিদশিল্পীরা।
মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক "ওরা বেঈমান" পরিবেশিত হয়। নাটকটির রচিয়তা লেখক, সাংবাদিক, সংগঠক জাহাঙ্গীর আলম হৃদয়। হৃদয়ের প্রতিষ্ঠিত রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সদস্যরা নাটকটিতে প্রাণবন্ত অভিনয়ের স্বাক্ষর রেখেছে। উল্লেখ্য যে কুমিল্লা সোসাইটি তাঁদের সেবামূলক কাজের বাইরে রিয়াদের অন্যন্যা সামাজিক, সাংস্কৃতিক সংগঠনকে অকৃপণ ভাবে পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে। অনুষ্ঠান শেষে নৈশভোজে আপ্যায়ন করা হয়।







































