
মজমুল হক, গঙ্গাচড়া প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ (গঙ্গাচড়া উপজেলা ও আংশিক রংপুর সিটি করপোরেশনের ১- ৯ নং ওয়ার্ড ) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপিসহ মোট ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
আজ সোমবার (২৯ ডিসেম্বর ) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জেসমিন আক্তার'র কাছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজন'র পক্ষে প্রস্তাবকারী নুর ইসলাম বিকেলে মনোনয়ন পত্র জমা দেন। এ সময় তার সাথে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে আরও ৩ জন প্রার্থী বিভিন্ন রাজনৈতিক দল জামায়াত মনোনীত প্রার্থী রায়হান সিরাজী, এনসিপির আল মামুন, গণঅধিকার পরিষদ'র হানিফুর রহমান সজীব, মনোনয়ন পত্র জমা দেন। এছাড়াও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মন্জুম আলী রোববার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এদিকে নির্বাচনী এলাকায় এখন প্রচারণার প্রস্তুতি শুরু করেছে বিভিন্ন দলের নেতাকর্মীরা।





























