
মো: ফখর উদ্দিন, ষ্টাফ রিপোর্টার:
নোয়াখালীর সেনবাগ পৌর শহরের উপকন্ঠে সরকারি কলেজ রোড এলাকায় অবস্হিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সেনবাগ আল জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসার আয়োজনে প্রথমবারের মত ইসলামী শিক্ষা ও বই মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) দিনব্যাপী মাদ্রাসা প্রাঙ্গনে এ মেলা অনুষ্ঠিত হয়।
আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারম্যান মাওলানা জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও বুরহান সাদীর সঞ্চালনায় উক্ত মেলার উদ্বোধক ও প্রধান মেহেমান ছিলেন বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি মাওলানা জসিম উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীপুর ফয়েজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইয়াছিন করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মোহাম্মদ উল্লাহ যুবায়ের, আজিম চৌধুরী হজ্ব কাফেলার স্বত্বাধিকারী বশির উল্লাহ চৌধুরী রিপন, সেনবাগ ফাজিল মাদ্রাসার ইবতেদায়ী প্রধান মাওলানা ইয়াছিন মিয়াজি, বিশিষ্ট সমাজ সেবক নজির আহম্মদ, মাওলানা মঞ্জুরুল হোসাইন আজাদী, মাওলানা নুরুল হুদা বিপ্লবী, আলা উদ্দিন সহ প্রমুখ।
সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল জান্নাতুল ফেরদৌস সহ
অত্র মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকা। উপস্থিত ছিলেন সমাজের গন্যমান্য, বিশিষ্ট ব্যক্তি, অভিভাবক-অভিভাবিকা, ছাত্র-ছাত্রী এবং সাংবাদিক বৃন্দ।
ব্যতিক্রমী এ আয়োজনের বিষয়ে জানতে চাইলে আল জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাওলানা জাহিদুল ইসলাম মাছুম জানান, অতীতে এ মাদ্রাসার পক্ষ থেকে বৃক্ষ মেলা, পিঠা উৎসব, ইসলামী সংগীত পরিবেশনা, ইসলামের বিভিন্ন বিষয়ে জ্ঞানভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করা হলেও এবারই প্রথমবারের মতো ইসলামী শিক্ষা ও বইমেলার আয়োজন করা হয়েছে। এ মেলায় বিভিন্ন ধরনের মোট ২০ টি স্টল স্থান পায়।





























