
মো: ফখর উদ্দিন, ষ্টাফ রিপোর্টার:
সেনবাগে জয়নুল আবদিন ফারুক ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ইয়ারপুরস্থ এমপি ভিলায় অনুষ্ঠিত হয়েছে।
বৃত্তির পুরস্কার বিতরণ শুরুর প্রথমেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করা হয় ও সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মুনাজাত করা হয়।
জয়নুল আবদিন ফারুক (জে এ এফ) ফাউন্ডেশনের আহবায়ক মিয়া মো. ইলিয়াসের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক বিরোধীদলীয় চিপ হুইপ, বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জয়নুল আবদিন ফারুক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) এর আহবায়ক মো. মনিরুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক সমিতির আহবায়ক মো.আমিরুজ্জামান, জে এ এফ ফাউন্ডেশনের সদস্য আবু তাহের সেলিম, জে এ এফ বৃত্তি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার সদস্য সচিব মোকাররম আলী,জে এ এফ সদস্য নুর নবী বাচ্চু, আবুল বাহার, নুর নবী রাজু, মহিন উদ্দিন, জে এ এফ বৃত্তি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার কো-অডিনেটর মেহেদী হাসান।
এতে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে প্রথম হওয়া গোরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আফিফা আনজুম আকর্ষণীয় বক্তব্য রাখেন।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন বিদ্যালয় থেকে আগত প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক সহ বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ৫ম এবং ৮ম শ্রেণির ৪১ জন শিক্ষার্থীকে জে এ এফ ফাউন্ডেশনের পক্ষ থেকে সনদ ও বৃত্তির টাকা প্রদান করা হয়েছে।
আগামী বছর থেকে আরও দুটি ক্লাস ৪র্থ এবং ৭ম শ্রেণির শিক্ষার্থীদেরকে অন্তর্ভুক্ত করে ৪র্থ, ৫ম, ৭ম এবং ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।




































