
শেরপুর প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন দাখিলের শেষ দিনে শেরপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা মনোনয়নপত্র জমা দিয়েছেন ।
আজ সোমবার দুপুর সোয়া এক টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে এই মনোনয়ন জমা দেন।
এসময় জেলা বিএনপির আহবায়ক এডভোকেট সিরাজুল ইসলাম ও সদস্য সচিব মামুনুর রশীদ পলাশ, উপজেলা বিএনপির আহবায়ক হজরত আলী, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সহ বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।





























