
ফজলুল করিম, শেরপুর প্রতিনিধি :
শেরপুর সদর উপজেলার সুলতানপুর মসজিদ ও সমাজ উন্নয়ন সংগঠন এর উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ ৩১ শে ডিসেম্বর বুধবার সুলতানপুর কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে আয়োজিত এক শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রায় ৫০ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সুলতানপুর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আল হেলাল, বিশেষ অতিথি ছিলেন অত্র মসজিদের সাধারণ সম্পাদক পিবিআই জামালপুরের উপ পরিদর্শক সামিউল ইসলাম ও বিশিষ্ট সমাজ সেবক হোসাইন রাসেল, সহসভাপতি বাবুল মিয়া সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটির আয়োজকরা জানান এবছর শীত বেশি থাকায় ফের তারা বড় পরিসরে শীতবস্ত্র বিতরণ করবেন।





























