
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চাপাতি, ছুরি ও সুইচ গিয়ারসহ চারটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শনিবার ভোর ৩টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল এলাকায় চট্টগ্রাম থেকে ডেমরাগামী সড়কে জাকিরের চায়ের দোকানের সামনে অভিযান চালানো হয়। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিক এর নির্দেশনায় এসআই মো. আসাদুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, অভিযানে উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কাঠের বাটসহ একটি স্টিলের ধারালো চাপাতি (প্রায় ২২ ইঞ্চি), একটি লোহার ধারালো ছুরি (প্রায় ২৩ ইঞ্চি) এবং দুটি সুইচ গিয়ার।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আপন (২৪), মো. আজিজুল হক (২৮), মো. মানিক ইসলাম (২২) ও আলী হোসেন বিজয় (২০)। তারা সবাই বর্তমানে সিদ্ধিরগঞ্জ এলাকায় বসবাস করছিলেন।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় একটি মামলা করা হয়েছে। পুলিশ বলছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।




































