
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নকল জুডিশিয়াল ও রেভিনিউ স্ট্যাম্প তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার কোটি টাকা মূল্যের জাল স্ট্যাম্প ও সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। একজন পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নির্দেশনায় থানার একটি দল মৌচাক বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে একটি ভবনের নিচতলার কক্ষে অভিযান চালায়।
অভিযানে ৫০০ টাকা মূল্যের নকল রেভিনিউ স্ট্যাম্পের ৩০ পাতা (মূল্য ৩০ লাখ টাকা), ১০ টাকা মূল্যের ৩ হাজার ৫৫০ পাতা নকল রেভিনিউ স্ট্যাম্প (মূল্য ৭১ লাখ টাকা), বিভিন্ন মূল্যমানের নকল ননজুডিশিয়াল স্ট্যাম্প, প্রায় ৩৫ হাজার পাতা কার্টিজ পেপার, স্ট্যাম্প ছাপানোর টিনের প্লেট, রং ও দুটি সিঙ্গেল কালার মেশিন উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য এক কোটি সাড়ে চার লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতাররা হলেন মো. মিন্টু খান (৩২) ও মুন্না ইসলাম মিকাইল (২২)। তাদের বাড়ি ফরিদপুর জেলায় হলেও বর্তমানে সিদ্ধিরগঞ্জ এলাকায় বসবাস করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, পলাতক মোতাহার ওরফে সবুজের সহযোগিতায় দীর্ঘদিন ধরে ওই কারখানায় নকল ননজুডিশিয়াল ও রেভিনিউ স্ট্যাম্প তৈরি করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।
এ ঘটনায় গ্রেফতার দুইজন ও পলাতক এক আসামির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(ক), ২৫(খ) ও ২৫(গ) ধারায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, একই আসামিদের বিরুদ্ধে এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রূপনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।





























