
মোঃআনোয়ার হোসেন প্রতিনিধি কাজিপুর সিরাজগঞ্জ (সিরাজগঞ্জের) কাজিপুর উপজেলার অন্য রকম বিদ্যানিকেতনের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৭ ডিসেম্বর) সকাল এগারোটায় অন্য রকম বিদ্যানিকেতন চত্ত্বরে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান।এসময় তিনি বলেন, শিক্ষার হার বৃদ্ধি করতে পারলেই দেশ এবং জাতিকে এগিয়ে নেওয়া সম্ভব। মানুষের কল্যাণ ও সমাজ সেবায় কাজিপুরের অন্য রকম বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজ ইতিপূর্বে সুখ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছে। শিক্ষক ইয়াছিন আলীর যোগ্য নেতৃত্বে শিক্ষক ও শিক্ষিকারা নিরলস পরিশ্রমের মাধ্যমে অন্য রকম বিদ্যানিকেতন প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে।বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুজ্জামান আশার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাবেক পরিচালক হানিফ উদ্দিন, অন্য রকম বিদ্যানিকেতনের পরিচালক ও প্রধান শিক্ষক ইয়াছিন আলী প্রমুখ।ইউএনও মোস্তাফিজুর রহমান আরো বলেন, আমাদের সন্তানদের শিক্ষা ও নৈতিকতা শিখাতে হবে। পাশাপাশি তাদেরকে কর্মমুখী শিক্ষার দিকে দাবিত করতে হবে। বাল্য বিবাহ থেকে মেয়েদের বিরত রাখতে হবে। বাল্য বিবাহের কারনে মেয়েরা পুষ্টি সংকটসহ নানা সমস্যায় ভুগছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে আমাদের জিরু টলারেন্সে থাকতে হবে। স্ব স্ব এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ভূমিকা রাখতে হবে।





























