
পৃথিবীতে সবচেয়ে সুন্দর মূল্যবান সম্পদ গুলোর মধ্যে অন্যতম হলো নিস্পাপ শিশুর ফুলের মত পবিত্র জীবন। নিজে বেড়ে উঠার আগেই চরম নিকৃষ্ট সমাজকে বুঝে উঠা মাগুরায় ধর্ষণের স্বীকার শিশু আছিয়া মারা গেছে। এমন নির্মম ঘটনায় তিব্র ক্ষোভ জানিয়ে অপরাধীদের দ্রুতভাবে বিচার চাইলেন বাংলাদেশের জনপ্রিয় খলনায়ক আহমেদ শরীফ।
তিনি বলেন, পুরো দেশের মানুষের মানসিক শান্তি কেঁড়ে নিয়েছে গুটিকয়েক মানুষ। আমি মাথা উঁচু করে বলতে চাই মাগুরার শিশুকণ্যা আছিয়া আমার সন্তান, সে আমাদের সমগ্র বাংলাদেশের সন্তান। আমি একজন পিতা হিসেবে আমার সন্তানের উপরে হওয়া এই নির্মমতা মানতে পারি না। মাত্র কয়েকজন অপরাধী নানা ভাবে সারাদেশের মানুষের চোখের ঘুম,মানসিক শান্তি হারাম করে দিয়েছে। এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক। আছিয়া সে মারা গেলো, কিন্ত বিচার দেখতে পেলো না। এসকল অপরাধীদের যতদ্রুত সম্ভব বিচার করে সাধারণ মানুষের স্বস্তি ফিরিয়ে দিতে হবে।
আহমেদ শরীফ আরো বলেন, শুধু বিচার করলেই হবেনা, আমাদের সন্তান আছিয়ার অপরাধীদের ফাঁসির রায় দিয়ে দ্রুত ভাবে কার্যকর করা হোক। এতে অপরাধীরা শক্তিশালী কঠোর বার্তা পাবে যা অপরাধ দমনে সহায়তা করবে। কিছু মানুষরূপী পশুদের ১০/১৫ দিনের মধ্যে ফাঁসি দিলে দেশের খুব বেশি ক্ষতি হবে না। অজানা ভাবে উপকৃত হবে হাজারো মানুষ। একজন ধর্ষক যদি নিয়ম মেনে আইন মেনে সহায়তা পায়, তাহলে ধর্ষিতার সুবিচার কখনোই হয় না। অপরাধ কখনোই নিয়ম মেনে হয় না। রাষ্ট্রকে বলবো আসুন আমরা কিছু সময়ের জন্য হলেও ক্ষেত্র বিশেষ নিয়মের বেড়াজাল থেকে বেরিয়ে আসি।







































