
আব্দুর রশিদ মোল্লা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:
মাগুরার শ্রীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাগুরা-০১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খাঁনকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে গয়েশপুর ইউনিয়ন ও আমলসার ইউনিয়ন কৃষকদলের আয়োজনে বিএনপির "দেশ গড়ার পরিকল্পনা" বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ১৯ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় আমলসার ইউনিয়নের বালিয়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হলরুমে কর্মশালাটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন মাগুরা জেলা কৃষক দলের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম হিরা। কর্মশালায় প্রধান বক্তা হিসেবে বিএনপির "দেশ গড়ার পরিকল্পনা" বিষয় বক্তব্য রাখেন মাগুরা জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা।
এছাড়াও বক্তব্য রাখেন গয়েশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সনোথ কুমার বিশ্বাস, গয়েশপুর ইউনিয়ন বিএনপি নেতা নওয়াবুল ইসলাম, আমলসার ইউনিয়ন বিএনপি নেতা আমজাদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক কে এম রোমানুর রহমান বিপ্লবের সভাপতিত্বে ও শ্রীপুর উপজেলা কৃষকদলের সদস্য সচিব মঈনুল ইসলাম সুজনের সঞ্চালনায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ১নং গয়েশপুর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক ইস্রাফিল বিশ্বাস, সদস্য সচিব মোঃ রিপন শেখ, আমলসার ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মোকাদ্দেস আলী বিশ্বাস, সদস্য সচিব নিউটন সরকার, শ্রীপুর সদর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মাহাবুব শেখ, সদস্য সচিব টুকু শেখ, দারিয়াপুর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক সোহেল রানা, সদস্য সচিব রাশিদুল ইসলাম, নাকোল ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম, সদস্য সচিব ঈশান মোল্লা, সব্দালপুর ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব মারিফুল ইসলামসহ ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির কৃষকদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।





























