
স্টাফ রিপোর্টার:
সড়কে শৃঙ্খলা ফেরানো এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সোমবার (১৫ ডিসেম্বর) তাহিরপুর উপজেলার সিএনজি স্ট্যান্ড এলাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহায়তা প্রদান করেন তাহিরপুর থানার পুলিশ সদস্যরা।
মোবাইল কোর্টে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে মোট ৭ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযানে সিএনজি চালকদের জন্য নির্ধারিত ভাড়া আদায় নিশ্চিতকরণ এবং মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার ও বৈধ কাগজপত্র সঙ্গে রেখে চলাচলের বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু জানিয়েছেন,জনস্বার্থে সড়কে শৃঙ্খলা,নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে। তিনি আরও বলেন,আইন ভাঙলে ছাড় নেই,এবং প্রতিটি যানবাহনচালককে সড়ক নিরাপত্তা ও নিয়ম মানতে হবে।




































