
স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরকজাতীয় ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব ডেটোনেটর উদ্ধার করা হয়।
বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) জানায়, শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে সিলেট সেক্টরের অধীন সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলাধীন চারাগাঁও বিওপির দায়িত্বপূর্ণ বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় বিশেষ টহল ও তল্লাশি অভিযান চালানো হয়।
অভিযানকালে সীমান্ত পিলার ১২৯৫/৯-এস এর নিকটবর্তী বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ৩০ গজ ভেতরে মাইনাঘাট নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা পলিথিনে মোড়ানো আনুমানিক ২৮টি বিস্ফোরকজাতীয় ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, এসব ডেটোনেটর ব্যবহার করে উচ্চ ক্ষমতাসম্পন্ন ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরি করা সম্ভব।
বিজিবির ধারণা, দেশে বিদ্যমান স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করা এবং নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে চোরাচালানের মাধ্যমে এসব বিস্ফোরক বাংলাদেশে আনার চেষ্টা করা হয়েছে। তবে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি, গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযানের ফলে এই চোরাচালান প্রতিহত করা সম্ভব হয়েছে।বিজিবি আরও জানায়,উদ্ধারকৃত বিস্ফোরকজাতীয় সামগ্রীর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ভবিষ্যতেও সীমান্ত নিরাপত্তা জোরদার ও সব ধরনের চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





























