
সভাপতি খোকন, সম্পাদক কাজল
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের সমন্বিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য নীল প্যানেল ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক হিসেবে ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলকে মনোনয়ন দেওয়া হয়েছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সভা শেষে এ প্যানেল ঘোষণা করা হয়েছে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২৪-২৫ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এবং সম্পাদক পদে ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলকে মনোনয়ন দেওয়া হয়েছে। প্যানেলে সহ-সভাপতি হিসেবে হুমায়ুন কবির মঞ্জু ও সরকার তাহমিনা বেগম সন্ধ্যা, কোষাধ্যক্ষ হিসেবে রেজাউল করিম, সহ-সম্পাদক হিসেবে মাহফুজুর রহমান মিলন ও আব্দুল করিমকে মনোয়নয় দেওয়া হয়। এছাড়া সদস্যরা হলেন- ফাতিমা আক্তার, সৈয়দ ফজলে এলাহি অভি, মো. শফিকুল ইসলাম, মো. রাসেল আহমেদ, আশিকুজ্জামান নজরুল, মহিউদ্দিন হানিফ এবং মো. ইব্রাহিম খলিল।
সুপ্রিম কোর্ট সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী ৬ ও ৭ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন। এর আগে গত ১১ ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী, ১২-২২ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। আর ২২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টায় মনোনয়নপত্র বাছাই এবং ২৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়।
এরই মধ্যে সরকার সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ-সমর্থিত প্যানেল ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে সিনিয়র আইনজীবী আবু সাঈদ সাগর আর সম্পাদক পদে সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হককে মনোনয়ন দেওয়া হয়েছে। সহ-সভাপতি পদে রমজান আলী শিকদার ও ড. দেওয়ান মোহাম্মদ আবু ওবায়েদ হোসেন সেতু, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ নুরুল হুদা আনসারী, সহ-সম্পাদক পদে ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব ও হুমায়ুন কবিরকে মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া সদস্য পদে সৌমিত্র সরদার রনী, মো. খালেকুজ্জামান ভূঁইয়া, রাশেদুল হক খোকন, মাহমুদা আফরোজ, বেলাল হোসেন শাহীন, খালেদ মোশাররফ রিপন ও রায়হান রনীকে মনোনয়ন দেওয়া হয়।







































