
বিশেষ প্রতিনিধিফেনীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯০ বোতল বিদেশি মদ ও ৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ২০২৫) ফেনী জেলা পুলিশ সুপার দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর সার্বিক তত্ত্বাবধানে ফেনী মডেল থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে বিকাল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে ফেনী মডেল থানাধীন পেট্টো বাংলা এলাকার খোদেজা হাজারী কলোনী থেকে বিল্লাল মিজি ওরফে বেলাল (২৪) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত বিল্লাল মিজির পিতা সোহাগ মিজি ও মাতা শান্তি বেগম। তার স্থায়ী ঠিকানা উত্তর চর বকসী, থানা-রায়পুর, জেলা-লক্ষ্মীপুর। বর্তমানে তিনি ফেনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দাউদপুর, পেট্টো বাংলা এলাকার খোদেজা হাজারী কলোনীতে বসবাস করছিলেন। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেন, তিনি তার ভাড়া বাসার খাটের নিচে এবং পানি সরবরাহের গেট ভাল্ব সংযুক্ত ট্যাংকির ভেতরে বিশেষ কৌশলে মাদকদ্রব্য মজুদ করে রেখেছিলেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশের নেতৃত্বে এসআই মো. মোতাহের হোসেন, এসআই আলমগীর হোসেন ও এসআই আব্দুর রহমান গাজীসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে ছোট-বড় বিভিন্ন সাইজের বিদেশি ব্র্যান্ডের মোট ৯০ বোতল মদ ও ৬ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করে।পুলিশ আরও জানায়, আসন্ন থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে যুব সমাজের মধ্যে মাদক সরবরাহের উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য মজুদ করা হয়েছিল বলে জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে।মাদকের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের শনাক্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।





























