
উলিপুরে এনসিপি মনোনীত প্রার্থীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোহাইমিনুল ইসলাম উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. আবু সাঈদ (জনি)-এর সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে উলিপুরে অবস্থিত আনছারী আইটি প্রতিষ্ঠান উলিপুরে এ সভার আয়োজন করা হয়। উলিপুর উপজেলা এনসিপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার মো. আবু সাঈদ (জনি) বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং উন্নয়নকে তৃণমূল পর্যন্ত পৌঁছে দেওয়াই এনসিপির মূল লক্ষ্য। তিনি সাংবাদিকদের মাধ্যমে জনগণের বাস্তব সমস্যা তুলে ধরার আহ্বান জানান এবং একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক রাজনীতির প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত সাংবাদিকরা এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কর্মসংস্থানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন ও মতামত তুলে ধরেন। প্রার্থী এসব বিষয়ে নিজের পরিকল্পনা ও অবস্থান ব্যাখ্যা করেন।
মতবিনিময় সভায় এনসিপির উপজেলা পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শেষে সাংবাদিকদের সঙ্গে প্রার্থীর খোলামেলা আলোচনা হয়।




































