
মোঃ হেলাল তালুকদার,ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমূখর পরিবেশে টাঙ্গাইলের ঘাটাইল আসনে ৭ জন্য প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বিকাল ৫টা পর্যন্ত টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং অফিসারদের কাছে এসব মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। মোট ৭ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। টাঙ্গাইল-(৩ ঘাটাইল)আসনে ৭ জন্য প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলো- বাংলাদেশ জাতীয়তাবাদী দল এস এম ওবায়দুল হক, জাতীয় নাগরিক পার্টি সাইফুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মোঃ রেজাউল করিম, স্বতন্ত্র মোঃ লুৎফর রহমান খান আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলাম মোঃ হোসনী মোবারক, স্বতন্ত্র আইনিন নাহার,স্বতন্ত্র মো: শাহজাহান মিয়া।





























