
ওহাবুল হক, চিলাহাটি : উত্তরের সর্বশেষ সীমান্তবর্তী রেলওয়ে স্টেশন চিলাহাটি থেকে রাজশাহী চলাচলকারী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের পরিবর্তন হচ্ছে ২৬ মার্চ। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী পুরনো রেক বদলে আগামী ২৬ মার্চ থেকে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন ইন্দোনেশিয়ান সাদা রঙের কোচের রেক নিয়ে চলাচল করবে।
ইন্দোনেশিয়ান (সাদা) কোচ দিয়ে চিলাহাটি-রাজশাহী-চিলাহাটি রুটে চলাচল করা ৭৩২/৭৩১ নম্বর আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন নতুন মার্শালিংয়ে চলাচলের প্রশাসনিক অনুমোদন দেওয়া হলো।





























