
মোঃ সম্রাট আলী, দৌলতপুর
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজারে আল্লারদর্গা প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক খন্দকার জালাল উদ্দিনকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন এক ভূমিদস্যু। অভিযোগ পাওয়া গেছে, সাংবাদিক জালাল উদ্দিনের ১৩১৪ দাগের প্রায় দুই শতক জমি দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখলে রেখেছেন আব্দুল মজিদ ওরফে সুইট আহমেদ। যার বর্তমান বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা।
ঘটনা সূত্রে জানা যায়, জমি দখল নিয়ে এলাকায় একাধিকবার সালিশ বসে। সর্বশেষ ২০১৩ সালের ১৩ মার্চ এলাকার ১০ জন গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে সালিশে জমিটি সাংবাদিক জালাল উদ্দিনের বলে রায় দেওয়া হয়। সালিশে সুইট আহমেদ রায় মেনে নিয়ে ছয় মাসের মধ্যে জমি ছেড়ে দেওয়ার অঙ্গীকার করলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন করেননি। বরং উল্টো ওই জমিতে বহুতল ভবন নির্মাণের উদ্দেশ্যে রড, বালি ও ইট মজুদ করতে শুরু করেছেন।
এ অবস্থায় সাংবাদিক জালাল উদ্দিন আইনের আশ্রয় নেওয়ার উদ্যোগ করলে, গত ২৫ নভেম্বর সকাল ১০টা ৫৫ মিনিটে সুইট আহমেদ তার ফেসবুক আইডি ‘সুইট আহমেদ’ থেকে সাংবাদিককে প্রকাশ্যে হত্যার হুমকি দেন। স্ট্যাটাসে তিনি লেখেন— “আমার নামে মামলা করলেই আল্লার কসম তোর মার হবে। কথায় আছে না, সুখে থাকলে ভূতে কিলায়। যদি পঙ্গু হতে নাচাস মামলা করবি।”
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলসহ সচেতন মহলে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা ভূমিদস্যুর দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।
জানা গেছে, জোরপূর্বক জমি দখলের ঘটনাটি প্রশাসনের নজরে রয়েছে এবং এ বিষয়ে আগেও একটি জিডি করা হয়েছিল। তবে এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।



































