
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ওরশের নামে বাউল গান বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বিশনন্দী ইউনিয়নের তৌহিদি জনতা। সোমবার সকাল ১১টায় কড়ইতলা তালতলা বাজারের কাছে আড়াইহাজার–টু–বিশনন্দী ফেরিঘাট সড়কে তারা কর্মসূচি পালন করেন। মানববন্ধনে ব্যবহৃত ব্যানারে লেখা ছিল, ‘বিশনন্দী ইউনিয়ন তৌহিদি জনতা’।
বক্তারা অভিযোগ করেন, কড়ইতলা এলাকার একটি মাজারে ওরশের আড়ালে দীর্ঘদিন ধরে গান-বাজনা, মদপান, জুয়ার আসর ও মাদক সেবনের মতো অনৈতিক কর্মকাণ্ড চলে আসছে। এসবের কারণে স্থানীয় তরুণেরা নৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি তাঁদের। বক্তারা বলেন, ধর্মীয় অনুষ্ঠানের নামে এমন কার্যকলাপ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তাঁরা। ভবিষ্যতে এ ধরনের কাজ প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে থাকার কথাও বলেন তৌহিদি জনতার সদস্যরা।
মানববন্ধনে গোপালদী বাজার মসজিদের ইমাম মাওলানা আশেক এলাহী, শানে সাহাবা নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, শানে সাহাবা আড়াইহাজার উপজেলার প্রচার সম্পাদক মুফতি ওবায়দুল্লাহ কাসেমী, বিশনন্দী কড়ইতলা মসজিদের ইমাম রেজাউল করিমসহ স্থানীয় আলেম–ওলামা অংশ নেন। এর আগে আড়াইহাজার থানায় অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবিতে লিখিত অভিযোগ দেওয়া হয়। মানববন্ধনের সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাছির উদ্দিন বলেন, উত্তেজনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, আগামী ৫, ৬ ও ৭ ডিসেম্বর কড়ইতলা গ্রামের বিল্লাল ফকিরের বাড়িতে তিন দিনব্যাপী বাউল গানের আয়োজনের কথা রয়েছে।





























