
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের লুণ্ঠিত একটি শটগান উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় পৌরসভা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ, আড়াইহাজার ও পুলিশ লাইনস থেকে কয়েকটি অস্ত্র ও গোলাবারুদ লুট হয়েছিল। সেই লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে জোরদার পদক্ষেপ নিতে জেলার থানাগুলোকে নির্দেশনা দেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
তারই অংশ হিসেবে শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাইফ উদ্দিনসহ একটি টিম পৌরসভা নির্বাচন অফিসের সামনে পুকুরের দক্ষিণ–পূর্ব পাশের ঝোপে অভিযান চালায়। সেখানে বাট নম্বর ৮৪৪ ও বডি নম্বর ৯৭৩১-২০১২ যুক্ত ‘মেড ইন তুরস্ক’ লেখা একটি শটগান উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রটি ৫ আগস্ট ২০২৪ সালে আড়াইহাজার থানা থেকে লুণ্ঠিত হয়েছিল। এটি থানায় সাধারণ ডায়েরির (জিডি নং–১৫৪৬, তারিখ ৩০/১১/২০২৫) মাধ্যমে জব্দতালিকা অনুসারে জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে তথ্য দিলে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং পুরস্কৃত করা হবে।





























