
মাসুদ রানা: সুজানগর
পাবনার সুজানগর উপজেলার বৃহত্তর চিনাখড়া বাজারে আরিয়ান কসমেটিকের ৭ বছর পূর্তি উপলক্ষে ফ্রী র্যাফেল ড্র ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ১৬ এপ্রিল (মঙ্গলবার) চিনাখড়া বাজারে আল-বারাকা সুপার মার্কেট এর সামনে এই আরিয়ান কসমেটিকের এই ফ্রী র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। পুরস্কার প্রত্যাশী মানুষের উপস্থিতিতে ড্র অনুষ্ঠানে এক আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। এসময় আল-বারাকা সুপার মার্কেটের স্বত্বাধিকারী আব্দুল রাজ্জাক রুম এর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন,দুলাই ইউপি চেয়ারম্যান ও চিনাখড়া বাজার বণিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম শাহজাহান,বিশেষ অতিথি থেকে হিসেবে ছিলেন ,সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদ, এছাড়া আওয়ামিলীগ নেতা আবু মুছা খান,শরিফুল মাষ্টার সহ অনেকেই উপস্হিত ছিলেন। উক্ত অনুষ্ঠানের পরিচালনা থাকা আরিয়ান কসমেটিকের স্বত্বাধিকারী মো: মনোয়ার হোসেন বলেন,ঈদ ফিতর উপলক্ষে আরিয়ান কসমেটিক থেকে ৩৫০ টাকার পণ্য ক্রয় করলে ১টা করে লাকী কূপন দিয়েছি।এতে অএ প্রতিষ্টানের যারা শুভাকাঙ্ক্ষী ও কাস্টমার তারা যাতে এই আয়োজনের মধ্য দিয়ে উপহার পেয়ে খুশি হয়। সবার উপস্হিতিতে পুরস্কার পাওয়া ব্যাক্তিদের ফোন করা হয়৷ পুরষ্কার গুলো হলো
১ম পুরষ্কার ১টা বিশাল ফ্রিজ,২য় পুরষ্কার ১টার মোবাইল সেট,৩য় পুরষ্কার ১টা গ্যাসের চুলা,৪থ পুরষ্কার ১টার রাইজ কোকার, ৫ম পুরষ্কার ১টা সিলিং ফ্যান এছাড়া সর্বমোট ২০টি পুরষ্কার দেওয়া হয়। অনুষ্ঠানের র মার্কেটিং সহযোগিতায় ছিলেন সালেহ আহমেদ পাশা ও র্যাফেল ড্র পরিচালনা করেন আরিফুল ইসলাম আরিফ।





























