
মোঃ জমশেদ আলী
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় দুর্বৃত্তরা আগুন ধরিয়ে এক কৃষকের কাটা ধানের পালা পুড়িয়ে দিয়েছে। এতে প্রায় ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক।
বুধবার (৩ ডিসেম্বর) রাতের কোনো এক সময় উপজেলার বাগাতিপাড়া পৌরসভার ঘোরলাজ–আরাজিমাড়িয়া বিলে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক আনারুল খান (৪৫) স্থানীয় আরাজিমাড়িয়া মহল্লার বাসিন্দা ও তজু খানের ছেলে।
কৃষক আনারুল খান জানান, তিনি প্রায় এক বিঘা জমি থেকে ধান কেটে ওই জমিতেই পালা (স্তূপ) করে রেখেছিলেন। রাতের আঁধারে কে বা কারা ওই ধানের পালায় আগুন ধরিয়ে দেয়। বৃহস্পতিবার ভোরে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন, ধানের পুরো পালা পুড়ে ছাই হয়ে গেছে।
তিনি বলেন, “এই ধানের ওপরই আমার পরিবারের সংসার নির্ভর করছিল। হঠাৎ এমন ঘটনায় আমি সর্বস্ব হারালাম।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় সাবেক পৌর কাউন্সিলর আব্দুল কুদ্দুস বলেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধানের পালা সম্পূর্ণ পুড়ে গেছে। এটি পরিকল্পিতভাবে করা হয়েছে বলে মনে হচ্ছে।”
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার সব-ইন্সপেক্টর (এসআই) দুলাল ইসলাম বলেন, “এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে এমন ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় কৃষকরা দ্রুত দোষীদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন।





























