
বাগাতিপাড়ায় নানা আয়োজনে পিঠা উৎসব-২০২৫ অনুষ্ঠিত
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :
তারুণ্যের উৎসব উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় নানা আয়োজনে পিঠা উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে পিঠা উৎসব, দেশাত্মবোধক গান, পথনাটক প্রদর্শন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মোহাম্মদ আলাউদ্দিন।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, সমবায় কর্মকর্তা ইবনে জামান ফয়জুল কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান ও মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশেক এস বি সাত্তারসহ বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, সাংবাদিকগণ, ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের তালিকাভুক্ত নারী উদ্যোক্তাগণ নানা ধরনের পিঠা নিয়ে অংশগ্রহন করেন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন উপজেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক আরশাদ আলী।





























