
তপন চক্রবর্তী
বিশেষ প্রতিনিধি
বান্দরবানে ইসলামি শিক্ষা কেন্দ্রে (মাদ্রাসা) ১১ বছর বয়সে এক শিশুকে বলৎকার করা অভিযোগে হাফেজ আব্দুল্লাহ আনোয়ার(২১) নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ।
রবিবার (৩ মার্চ) দুপুরে ১২টার দিকে বান্দরবান ইসলামী শিক্ষা কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।
আটককৃত শিক্ষক কক্সবাজার জেলার রামু থানার টেক পাড়া এলাকার আব্দুল মোতালেবের ছেলে।
মামলার এজাহারে বলা হয়, গতকাল রাত ১১টার দিকে শিক্ষক হাফেজ আব্দুল্লাহ আনোয়ার ভুক্তভোগী শিশুটিকে তার কক্ষে ডেকে নিয়ে আসে। পরে তাকে বার্থরুমে নিয়ে বলৎকার করেন। আজ সকালে ভুক্তভোগী শিশুটির বাবা দেখা করতে আসলে ঘটনার বিস্তারিত জানায়। বিষয়টি এলাকার স্থানীয়দের মধ্যে জানাজানি হলে তাকে আটক করে পুলিশের হেফাজতে দেওয়া হয়।
ভুক্তভোগী শিশুর বাবা দিদারুল আলম জানান, এরকম খারাপ কাজ মাদ্রাসার শিক্ষক করতে পারে ভাবতে পারছি না। আমার ছেলের সাথে যা হয়েছে, আর কারো ছেলের সাথে না হয়। তার দৃষ্টান্ত শাস্তি কামনা করেন।
বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল জলিল বলেন, বান্দরবান ইসলামি শিক্ষা কেন্দ্রে বলৎকারের ঘটনায় হাফেজ আব্দুল্লাহ আনোয়ার নামে শিক্ষককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন।





























