
তপন চক্রবর্তী
বিশেষ প্রতিনিধি
বান্দরবানে সাধারন ডায়রির ভিত্তিতে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ২২ টি মোবাইল ফোন উদ্ধার করেছে বান্দরবান সদর থানা পুলিশ ।
বুধবার (২৭ মার্চ ) বান্দরবান সদর থানা প্রাঙ্গনে পুলিশ সুপার সৈকত শাহীন প্রকৃত মালিকের হাতে মোবাইল ফোন গুলো তুলে দেন।
পুলিশ সূত্রে জানা যায়, তথ্য প্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার সৈকত শাহীন মহোদয়ে নির্দেশনায় সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল এর নেতৃত্বে এবং বান্দরবান সদর থানার অফিসারদের সার্বিক প্রচেষ্টায় মোবাইলগুলো উদ্ধার করা হয়। সেই সাথে যাচাই বাছাই করে প্রকৃত মালিকের নিকট ফোনগুলো হস্তান্তর করেন জেলা পুলিশ।
ওই সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোঃ আতিকুর রহমান, বান্দরবান সদর ট্রাফিকের টি আই প্রশাসন এমদাদুল হক সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা বৃন্ধ।





























