
তপন চক্রবর্তী
বিশেষ প্রতিনিধি।
বান্দরবানের রুমায় বেথেল পাড়ায় যৌথ অভিযানে ৭টি দেশি বন্দুক, ২০ রাউন্ড গুলি, ল্যাপটপ, কেএনএফে'র ইউনিফর্ম-বুটসহ সক্রিয় ২ সদস্য আটক করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দিয়েছেন রুমার সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কে এম আরাফাত আমিন।
সোমবার (৮ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টার দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। তবে বিজ্ঞপ্তিতে আটককৃতদের নাম ঠিকানা দেয়া হয়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবনের রুমা উপজেলার বেথেল পাড়ায় যৌথ বাহিনীর তল্লাশী অভিযানে দুইজন সক্রিয় কেএনএফ সদস্য আটক, ৭টি দেশী বন্দুক, ২০ রাউন্ড গুলি, ল্যাপটপ, ইউনিফর্ম ও বুট উদ্ধার করা হয়েছে।
এর আগে যৌথ বাহিনীর অভিযানে থানচি ও বান্দরবানের রেইচা চেকপোস্ট এলাকা থেকে ব্যাংক ডাকাতির মামলায় এক নারীসহ আটক ৪ জনকে আটক করা হয়।





























