
এম এম ইউসুফ আলী স্টাফ রিপোর্টার
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা পশ্চিম বাজারের খাজা হোটেলের পাশে মুদি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিটে দুর্ঘটনায় ভয়াবহ আগুন লেগে ৬ টি দোকান চাঁই হয়েছে। এতে পাশের জেনেরেটর দোকান সহ কয়েকটি দোকান জলে বস্মিভূত হয়েছে। ঘটনাটির সূত্রপাত সকাল আনুমানিক ১০:৩০ মিনিটে।
এতে এলাকাবাসী পার্শ্ববর্তী চৌদ্দগ্রাম ও লাকসাম ফায়ার সার্ভিসে খবর দিলে লাকসামের ১টি ইউনিট ও চৌদ্দগ্রামে ২টি ফায়ার সার্ভিস ইউনিট এসে আগুন নেবান কিন্তু তার পূর্বেই মুদি দোকান সহ কয়েকটি দোকান একেবারে পুড়ে ছাঁই হয়ে যায়। এতে প্রায় কয়েক লক্ষাদিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়।




























