
মো: ফজলুল করিম শেরপুর জেলা প্রতিনিধি : এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শেরপুর পৌর এলাকার তাতালপুর বাজারস্থ বায়তুল কুরআন ওয়াস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদরাসার ৫ কৃতি শিক্ষার্থী কে ফুলেল সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
গত ২৫ মার্চ মাদরাসা হলরুমে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে অত্র মাদরাসার পরিচালক হাফেজ ক্বারী ওমর ফারুক সাদ্দামের সভাপতিত্বে ও মাওলানা খাইরুল ইসলাম কাজির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মো: হারুনুর রশীদ মাস্টার।এছাড়া এ সময় মাদরাসার অভিভাবকগণ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য নদওয়াতুল হুফফাজ ফাউন্ডেশন ঢাকা বাংলাদেশ এর আয়োজনে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় হাজারো প্রতিযোগীর মাঝে অংশগ্রহন করে বায়তুল কুরআন ওয়াস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদরাসার ৫ শিক্ষার্থী যথাক্রমে আব্দুর রহিম ১০তম, মাহিম আল হাসান ১১ তম, মোরসালিন ১২ তম,সামিউল ইসলাম ২১ তম ও ইরফান আলী ২৬ তম স্থান অধিকার করে।





























