
আব্দুর রাজ্জাক, বগুড়া প্রতিনিধী: পূর্ব শত্রুতার জের ধরে গতকাল বিকালে আব্দুল মমিনের বাসায় শিবপুর উত্তরপাড়া গ্রামে আখি আক্তার, হাসিনা, পিয়ারা, আনোয়ারা, আনোয়ার, রাকিব, আমজাদ ও ৭ থেকে ৮ জন অজ্ঞাতনামা ব্যক্তি মিলে আব্দুল মমিনের বাসায় হামলা করে বাসার জিনিস পত্র, টাকা পয়সা লুটপাট করে নিয়ে যায়। এতে আহত হয় আমিনুল ইসলাম নামের এক ব্যক্তি। তিনি বর্তমানে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। সরেজমিনে জানা যায় ২০২২ সালে আখি আক্তার ও আবু বক্কর সিদ্দিকের প্রেম ঘটিত বিষয় নিয়ে বিয়ে হয়। পরবর্তীতে তাদের সংসারে বনিবনা না হওয়ায় ১৩/০১/২০২৩ তারিখে আখি আক্তার বগুড়া জেলার শেরপুর আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা চলাকালীন অবস্থায় ০২/০৩/২০২৪ তারিখে কথাকাটাকাটির এক পর্যায়ে আখি আক্তার তার আত্মীয়-স্বজন ও ভারাটে কিছু লোক সাথে করে নিয়ে আবু বক্কর সিদ্দিকের বাড়ীতে অতর্কিতভাবে হামলা চালায় এবং আবু বক্কারের বাড়ী ঘর ভাংচুর করে ঘরে থাকা মুল্যবান সোনার গহনা, টাকা পয়সা ও আসবাব পত্র ঘরের দরজা ভেঙ্গে বের করে নিয়ে যায়। সরেজমিনে এলাকাবাসীর সঙ্গে কথা বলে ও ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সতত্যা পাওয়া যায়। এব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ জনাব রেজাউল করিম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।





























