
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেছেন, বিএনপির আন্দোলন সফল না। তারা আন্দোলনের ডাক দেয় মানুষকে বিভ্রান্ত করার জন্য।
রোববার (৩ মার্চ) সকালে শহীদ ফারুখ ইকবাল বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া ও আলোচনা সভা শেষে তিনি এসব কথা বলেন।
মহান স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ ফারুখ ইকবালের ৫৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, বিএনপি জামায়াত দেশের উন্নয়ন চায় না। জনগণ তা ভালো করে জানে।
তিনি বলেন, সিন্ডিকেট করে যারা দ্রব্যমূল্য বৃদ্ধি করছে তাদের শাস্তির আওতায় আনা উচিত। যারা কারসাজি করে মানুষকে কষ্ট দেয় তারা দেশ বিরোধী।
এর আগে মৌচাক মোড়ে শহীদ ফারুখ ইকবালের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।






































