
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র পক্ষ থেকে কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (সিএসএ)-এর নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট (ডেমোক্রেসি অ্যান্ড পার্টিসিপেশন) নাটোর জেলা ছাত্রদলের কর্মী শেখ রিফাদ মাহমুদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী শেখ রিফাদ মাহমুদের হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দেন। এসময় তিনি বলেন, “বাংলাদেশের একজন তরুণ আন্তর্জাতিক অঙ্গনে এমন সম্মানজনক পদে নির্বাচিত হওয়া আমাদের জন্য গৌরবের। রিফাদ প্রমাণ করেছেন যে মেধা, যোগ্যতা ও নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের তরুণরা বিশ্বপরিসরে মর্যাদাপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে নাটোর জেলা ছাত্রদলের কর্মী শেখ রিফাদ মাহমুদ কমনওয়েলথ সেক্রেটারিয়েটের অধীনস্থ ছাত্র বিষয়ক অফিসিয়াল সংস্থা কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (সিএসএ)-এর ভাইস প্রেসিডেন্ট (ডেমোক্রেসি অ্যান্ড পার্টিসিপেশন) পদে নির্বাচিত হয়েছেন। তিনি ভোটে ভারত, ঘানা, নাইজেরিয়া ও কেনিয়ার প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে এ পদে বিজয়ী হন।
গত ১১ ও ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ নির্বাচনে কমনওয়েলথভুক্ত ৫৬টি দেশের ন্যাশনাল স্টুডেন্ট অর্গানাইজেশনের প্রতিনিধিরা অংশ নেন। আগামী তিন বছরের জন্য সিএসএ’র মোট ১০টি নেতৃত্বস্থানীয় পদে এই নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে প্রতিটি দেশ থেকে একজন করে ডেলিগেট ভোট প্রদান করেন।
শেখ রিফাদ মাহমুদের এই আন্তর্জাতিক সাফল্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বাক্ষরিত অভিনন্দন বার্তা পাঠিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।







































