
নারায়ণগঞ্জে পুলিশ সুপারের নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন শিল্পপতি ও ব্যবসায়ীর কাছে টাকা দাবি করার অভিযোগে প্রতারক চক্রের একজন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
দীর্ঘদিন ধরে একটি চক্র দেশের বিভিন্ন জেলার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছিল। তারই ধারাবাহিকতায় ১০ নভেম্বর বেলা ১১টা ২৮ মিনিটে “SP Narayanganj” নামে হোয়াটসঅ্যাপ আইডিতে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের ছবি ব্যবহার করে বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেমের কাছে দুই লাখ টাকা দাবি করা হয়। টাকা পাঠাতে বলা হয় ডিবিবিএল ব্যাংকের একটি অ্যাকাউন্টে।
ঘটনাটি জানতে পেরে মোহাম্মদ হাতেম পুলিশ সুপারকে অবহিত করেন। পরে পুলিশ সুপার জেলা গোয়েন্দা শাখাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. ইব্রাহিম হোসেনের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মো. মাহবুব হোসেনের নেতৃত্বে এসআই শরিফুল ইসলামের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় আড়াইহাজারে অভিযান চালায়।
গত বুধবার রাত সাড়ে ৩টায় আড়াইহাজারের চৈতনকান্দা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মো. দ্বীন ইসলাম (৩৫)-কে। তিনি হোসেন আলী ও হেলেনা বেগমের সন্তান।
জিজ্ঞাসাবাদে দ্বীন ইসলাম জানান, তিনি আরও কয়েকজন সহযোগীকে নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলার পুলিশ ও সরকারি কর্মকর্তাদের ছবি ও নাম ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণা করতেন। শিল্পপতি ও ব্যবসায়ীদের টার্গেট করে চাঁদা দাবি ছিল তাদের মূল কাজ।
তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় প্রতারণা ও চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। পলাতক সহযোগীদের গ্রেপ্তারে ডিবির অভিযান চলমান রয়েছে।





























