
জিয়াউল হক পিন্টু, দাগনভূঞা প্রতিনিধি:
মানবতার মুক্তি সাধনায় রমজানের শিক্ষা বাস্তবায়নে খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব দাগনভূঞা উপজেলা শাখার আয়োজন গতকাল সালাতু সালাম মাহফিল ও ইফতার মজলিস অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ব সুন্নী আন্দোলন দাগনভূঞা উপজেলার উদ্যোগে সালাতু সালাম মাহফিল ও ইফতার মজলিস অনুষ্ঠিত হয়। আল্লামা গোলাম সরওয়ারের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিতি ছিলেন বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের কেন্দ্রীয় নেতা আল্লামা খাজা রাশেদ, কেন্দ্রীয় নেতা আল্লামা শেখ নঈম উদ্দিন ও আল্লামা রেজাউল কায়সার। এছাড়াও দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, রিপোর্টার্স ইউনিটির কোষাধক্ষ জিয়াউল হক পিন্টু, ফেনী জেলার সাধারণ সম্পাদক হাসান আবরার, জেলা নেতা মোশাররফ হোসেন মাসুদসহ আরো অনেক আলেম ওলামা, শিক্ষাবিদ, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা ইমাম হায়াতের দিশার আলোকে বলেন, রমজান যে কোন ত্যাগ ও উৎসর্গের বিনিময়ে দয়াময় আল্লাহতাআলা ও তাঁর প্রিয়তম হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রেম ও শানে উৎসর্গীকৃত হয়ে থাকার শিক্ষা, যার রূপরেখা কোন বাতিল জালেম অপশক্তিকে কোন অবস্থায় কবুল না করে ঈমান-দ্বীন তথা সত্য ও মানবতার মুক্তির ধারা যে কোন মূল্যে এগিয়ে নেয়া, যার সর্বোচ্চ নিদর্শন কারবালার মহান শাহাদাত। বক্তরা আরো বলেন, অপশক্তির গ্রাসে বিপন্ন দ্বীন-মিল্লাত-মানবতার মুক্তি সাধনায় রমজানের শিক্ষা বাস্তবায়নে খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠার লক্ষ্যে আজকের সালাতু সালাম মাহফিল ও ইফতার মজলিস।





























