
বিশ্বম্ভরপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহাপুর গ্রামের শতবর্ষী মুরুব্বি আসকর আলী তালুকদার ইন্তেকাল করেছেন। তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন এলাকাবাসী ও সাতগাঁও উচ্চবিদ্যালয় শাহাপুর সহ বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠন। শনিবার (১৬মার্চ) ১২টার সময় তিনি নিজ বাসগৃহে ইন্তেকাল করেছেন।পারিবারিক সূত্রে জানাযায় তিনি বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেছেন।সাতগাঁও উচ্চ বিদ্যালয় শাহাপুর'র প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম বলেন মরহুম শেখ আসকর আলী তালুকদার চাচা প্রবীণ মানুষদের অন্যতম।মূত্যুর সময়ে তার বয়স ছিল শত বছরের অধিক।
তিনি ৬ ছেলে ও ২ মেয়ে এবং নাতি-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী দুনিয়ায় রেখে গেছেন। শনিবার (১৬ মার্চ) বিকাল ৫ টায় সাতগাঁও শাহাপুর উচ্চ বিদ্যালয় মাঠে জানাযার নামাজের পূর্বে সংক্ষিপ্ত ভাবে বক্তব্য রাখেন
তাহিরপুর উপজেলা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন, সাতগাঁও উচ্চ বিদ্যালয় শাহাপুরের প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম, প্রভাষক শেখ আবু তাহের আজরফ,মরহুমের বড় সন্তান শেখ মাসুক আহমদ শিক্ষক শেখ দিলওয়ার হোসেন প্রমূখ।
জানাযার নামাজের ইমামতি করেন শাহাপুর নতুন জামে মসজিদের ইমাম হাফিজ রফিকুল ইসলাম। হাজারো মানুষের অংশগ্রহণে মরহুম আসকর আলী তালুকদারের
জানাযা সম্পন্ন হয়। জানাযা শেষে শাহাপুর গ্রামের কবরস্থানে দাফন করা হয়।





























