
বিপ্লব দাস : বিশেষ প্রতিনিধি -ঃ
বোয়ালখালীতে (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ'র বদলি ও পদোন্নতিতে বোয়ালখালী উপজেলা বিএনপি'র পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা বিএনপি'র সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী, বোয়ালখালী পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, বোয়ালখালী পৌরসভার সাবেক সদস্য সচিব ইউসুফ চৌধুরী, বোয়ালখালী উপজেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি এ এম কামাল উদ্দিন প্রমুখ।
এ সময় ইউএনও'র পদোন্নতি জনিত বদলি হয়ে কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান উপলক্ষে তাঁর সার্বিক সফলতা কামনা করেন বিএনপি নেতৃবৃন্দ।





























