
ছাতক প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে নবাগত অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমানের মতবিনিময়।
সুজন তালুকদার
ছাতক প্রতিনিধি
ছাতক প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা করেছেন
থানার নবাগত অফিসার ইনচার্জ ওসি মোঃ মিজানুর রহমান।
১১ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে থানায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় নবাগত অফিসার ইনচার্জ ওসি
মোঃ মিজানুর রহমান সকল সাংবাদিকবৃন্দের সহযোগিতা কামনা করেছেন। এসময় আরো বক্তব্য রাখেন ইনস্পেক্টর তদন্ত রঞ্জন কুমার ঘোষ, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, সহসভাপতি বদর উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক নুর মিয়া রাজু। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রচার সম্পাদক তপন জ্যোতি, সহ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আজির , নির্বাহী সদস্য রাজ উদ্দিন , সদস্য তমাল পোদ্দার,জাহাঙ্গীর আলম চৌধুরী, আমির আলী, সেলিম মাহবুব,উজ্জীবক সুজন তালুকদার, জামিল হোসেন,সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনায় চুরি, ডাকাতি, ছিনতাই, চোরাচালান, মাদক,নৌপথে চাঁদাবাজি, হলুদ সাংবাদিকতা ছাড়াও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্নের বিষয়টি গুরুত্ব পায়। নবাগত অফিসার
ইনচার্জ মোঃ মিজানুর রহমান তাঁর দায়িত্বকালীন সময়ে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।





























