শিরোনাম
পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা প্রফেসর ইউনুসের সরকারের সময় দেশে সুবিচার কায়েম শুরু হয়েছে - মেজর হাফিজ জামালগঞ্জে সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন পত্নীতলায় প্রতিবন্ধী শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ লালমোহনে বাস চাপায় মা-ছেলেসহ নিহত-৩ মুরাদনগরে সরকারি গুদামে চুরি করতে গিয়ে ৩ চোর আটক দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যা টাঙ্গাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংসদ সদস্য প্রার্থী জাকিরের সাংবাদিকদের সাথে মতবিনিময় কালিগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে মুক্তিযোদ্ধাদের থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ সাবেক কমান্ডার হাকিমের বিরুদ্ধে
মঙ্গলবার ২৭ জানুয়ারি ২০২৬
মঙ্গলবার ২৭ জানুয়ারি ২০২৬

ছাত্রদলের বিপর্যয়ের কারণ খুঁজছে বিএনপি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫ | হালনাগাদ:সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

ডাকসুর পর জাকসু নির্বাচনেও ছাত্রদলের ধারাবাহিক বিপর্যয় বিএনপি হাইকমান্ডের মধ্যে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। এক সময়ের অপ্রতিরোধ্য ছাত্র সংগঠনটির এমন দুর্বল হয়ে পড়া এবং শিক্ষার্থীদের সমর্থন হারানোর কারণগুলো অনুসন্ধান ও বিশ্লেষণ করতে দফায় দফায় বৈঠকে বসছেন দলের শীর্য পর্যায়ের নেতারা। এই অপ্রত্যাশিত হারে ক্ষোভও প্রকাশ করেছেন তারা।


এই পরাজয়ের জন্য একেবারেই প্রস্তুত ছিল না বিএনপি। যদিও অনেক প্রার্থী অভিযোগ করেছেন, নির্বাচনে কারচুপি এবং ফলাফল প্রভাবিত করার চেষ্টা হয়েছে। দলের একাধিক শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই পরিস্থিতিতে দলের কেন্দ্রীয় নেতারা দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। সেই লক্ষ্যে তথ্য সংগ্রহ করে ৯ সেপ্টেম্বর রাতেই স্থায়ী কমিটির বৈঠকে ব্যর্থতার কারণ খুঁজতে শুরু করেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তবে তারা মনে করছেন, প্রতিপক্ষের চতুর কৌশলই মূলত এই শোচনীয় পরাজয়ের পেছনে দায়ী। এছাড়া নিজেদের মধ্যে সমন্বয়হীনতাকেও এ পরাজয়ের অন্যতম কারণ বলে মনে করছেন তারা।


যদিও প্রকাশ্যে গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দীর্ঘ সময় পর নির্বাচন হওয়ায় কিছু ত্রুটি-বিচ্যুতি ছিল, তবুও তিনি বিজয়ীদের ওই বক্তব্যের মাধ্যমে অভিনন্দন জানিয়েছিলেন। এটাকেই তিনি গণতন্ত্র বলে আখ্যাও দেন। অন্যদিকে, বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, ছাত্রলীগের সঙ্গে আঁতাত করেই ডাকসুতে বিজয়ী হয়েছে ছাত্রশিবির।


তবে বিশ্লেষকদের মতে, গত বছর ৫ আগস্টের পর গত এক বছরে সারাদেশে বিএনপি নেতাকর্মীদের সন্ত্রাস, চাঁদাবাজি ও নানা নেতিবাচক কর্মকাণ্ডের ছায়া এবং দলীয় লেজুরবৃত্তিক ছাত্র রাজনীতির প্রভাবের কারণে এই নির্বাচনে ছাত্রদলের পতন হয়েছে। এছাড়া নির্বাচনে অভ্যন্তরীণ বিভাজন, গ্রুপিং এবং সমন্বয়ের অভাবকেও তারা এই পরাজয়ের কারণ হিসেবে চিহ্নিত করছেন।


রাজনৈতিক পর্যবেক্ষকরা আরও বলছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্রদলের বিরুদ্ধে নানা অভিযোগ সামনে এসেছে। অনেক সাধারণ শিক্ষার্থী মনে করেছেন, ছাত্রদলের আচরণ আগের ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগের মতোই হয়ে উঠতে পারে। এছাড়া ছাত্রদল জিতলে পুরনো কায়দার রাজনীতি ফিরে আসার আশঙ্কা থাকায় অনেকে ভোট দিতে দ্বিধা করেছেন বলে মনে করছেন তারা।


যদিও এসব অভিযোগ সরাসরি খারিজ বা গ্রহণ কোনোটাই করতে পারছেন না ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ প্রসঙ্গে জানতে চাইলে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব  বলেন, আমাদের কাছে নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপি সংক্রান্ত তথ্য রয়েছে। তবুও এমন ফলাফল কেন হলো তা আমরা যাচাই ও বিশ্লেষণের চেষ্টা করছি। এর পেছনের কারণগুলোও আমরা খতিয়ে দেখছি। আশা করছি, শিগগিরই এই মূল্যায়ন সম্পন্ন করে আমরা দুর্বলতাগুলো দূর করতে সক্ষম হবো।


নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাধারণ শিক্ষার্থী জানিয়েছেন, ছাত্রদল শিক্ষার্থীদের মাইন্ডসেট সঠিকভাবে বুঝতে পারেনি। ৫ আগস্টে স্বৈরাচার পতনের পর ক্যাম্পাসে শিক্ষার্থীরা আর কারো চোখরাঙানি মেনে নিতে রাজি ছিলেন না। আর শিবির যেভাবে সাইবার কৌশলের জন্য প্রস্তুত ছিল, ছাত্রদল তার তুলনায় অনেকটাই পিছিয়ে ছিল বলে মনে করেন তারা।


এছাড়া অতীতেও ছাত্রদলের কিছু বিতর্কিত ইতিহাস রয়েছে, আর গত এক বছরে চাঁদাবাজি ও ধর্ষণের খবরও এসেছে তাদের বিরুদ্ধে। এসব কারণেই শিক্ষার্থীদের মধ্যে তাদের প্রতি আকর্ষণ কম ছিল বলে মনে করা হচ্ছে। অন্যদিকে কিছু শিক্ষার্থী মনে করছেন, ছাত্রদলের এই পরাজয়ে বিএনপির তৃণমূলের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। দেশের বিভিন্ন প্রান্তে ছাত্রদল, যুবদল বা বিএনপি নেতাকর্মীদের নানা অনৈতিক কর্মকাণ্ডের প্রভাব ঢাকাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পড়েছে, যার ফলে ভোটসংখ্যা কমে গেছে বলে তারা মনে করছেন।


ছাত্রদলের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকজন ছাত্রনেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভরাডুবির প্রধান কারণগুলো ছিলো- হল কমিটি ভাঙা-গড়া, হল কমিটির প্রার্থীদের পরিচিতি কম থাকা, বিএনপির মাত্র একজন নেতার মতামতকে প্রাধান্য দিয়ে প্রার্থী তালিকা তৈরি করা এবং সাবেক ছাত্রনেতা ও বিএনপিপন্থি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে সমন্বয়ের অভাব।


এছাড়া তারা মনে করছেন, শিক্ষার্থীদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগের অভাবও ছাত্রদলের দুর্বলতার বড় একটি কারণ। অভ্যন্তরীণ গ্রুপিং ও কোন্দলের কারণে প্যানেলের একজন সদস্যও নির্বাচনে জয়ী হতে পারেনি। অল্প সময়ে প্যানেল গঠনের ফলে বিভিন্ন গ্রুপকে এক প্ল্যাটফর্মে আনা যায়নি এবং দলের প্রতিটি স্তরের নেতাকর্মী ও সমর্থকদের কার্যকরভাবে পাশে টানা সম্ভব হয়নি। নেতারা বলেন, শুধুমাত্র প্রার্থীদের ব্যক্তিগত ইমেজের ওপর নির্ভর করেই ভোটে অংশ নেওয়া হয়েছে। শিক্ষক, নারী ভোটার ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগও ছিল অত্যন্ত সীমিত।


অন্যদিকে বিএনপির যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন  বলেন, নির্বাচনে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কিছু কর্মকর্তার সরাসরি যুক্তি ছিলেন, যাদের কেউ কেউ জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, আবার কেউ কেউ আওয়ামীপন্থী। শিক্ষক ও প্রশাসকরা সবাই মিলে কাজ করার কারণে ছাত্রদলের বিপর্যয় হয়েছে। হয়তো সাংগঠনিক ছাত্রদলের দূরদৃষ্টি কিছুটা কম ছিল, পরিস্থিতি কী হবে, তা তারা গভীরভাবে ভাবেনি। আমরা সব সময়ই বলে আসছি, জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটেও ষড়যন্ত্র হচ্ছে, ডাকসুতেও এর প্রতিফলন দেখা গেছে। তবে মূল দায় প্রশাসনের পক্ষপাতেরই বলে আমি মনে করি।


দলীয় নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, বিএনপির ভেতরে একটি প্রস্তাব ছিল, ঐকমত্যের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোতে প্যানেল গঠন করার। সবার সমন্বয়ে ৩১ দফার মতো একটি প্যানেল দেওয়ার প্রস্তাব ছিল। দলের কিছু নেতার মতে, যদি সেই প্যানেল দেওয়া হতো, ফলাফল ভিন্ন হতে পারত। ৩১ দফায় উল্লেখ ছিল, দেশ গঠনে সবাইকে নিয়ে কাজ করা। নেতারা এখন মূল্যায়ন করছেন, তারা কি সেটা না দিয়ে ভুল করেছে, নাকি অতিরিক্ত আত্মবিশ্বাসই তাদের ভুল হয়েছে? তাদের মতে, ছাত্রদল শুধু ক্যাম্পাসেই ভোট চেয়েছে, কিন্তু শিবির দীর্ঘ সময় ধরে বিভিন্ন কলাকৌশল ও পরিকল্পনার মাধ্যমে জয়লাভের প্রস্তুতি নিয়েছিল।


দলটির আরও কয়েকজন কেন্দ্রীয় নেতার সঙ্গে আলাপকালে জানা গেছে, ডাকসু ও জাকসুর পরাজয়ের এই ধাক্কা থেকে শিক্ষা নিয়ে তারা ভবিষ্যতের কার্যক্রম পরিকল্পনা করতে চাইছেন। বিএনপি মনে করছে, এতদিনে তারা রাজনৈতিক প্রতিপক্ষ চিহ্নিত করতে পেরেছে। এখন এই প্রতিপক্ষকে লক্ষ্য করে পরিকল্পনা নেওয়া ও কার্যক্রম পরিচালনা করা সহজ হবে। বিশেষ করে আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীকে কীভাবে মোকাবিলা করা হবে, তা নিয়েও তারা ভাবনা-চিন্তা করছেন।


রাজনৈতিক সংশ্লিষ্টরা বলছেন, ডাকসু ও জাকসুতে ছাত্রদলের ধারাবাহিক বিপর্যয় একসময়ের শক্তিশালী ছাত্র সংগঠনের জন্য একটি বড় শিক্ষা। এই বিপর্যয় কাটিয়ে উঠতে হলে ছাত্রদলকে তাদের দীর্ঘদিনের ভুলত্রুটিগুলো শুধরে নিতে হবে, সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে এবং শিক্ষার্থীদের আস্থা ও সমর্থন পুনরুদ্ধার করতে হবে।  


তাদের মতে, বিএনপি হাইকমান্ডের উচিত এই বিষয়ে আরও বেশি গুরুত্ব দেওয়া এবং ছাত্রদলের জন্য একটি সুস্পষ্ট ও বাস্তবসম্মত কর্মপরিকল্পনা প্রণয়ন করা। বাংলাদেশের রাজনীতিতে সুস্থ ধারার বিকাশের জন্য শক্তিশালী ছাত্র সংগঠনগুলোর সক্রিয়তা অপরিহার্য। ছাত্রদল যদি এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে আবার মাথা তুলে দাঁড়াতে পারে, তবে তা দেশের ছাত্র রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে, যা শুধু ছাত্রদলের জন্যই নয়, দেশের সামগ্রিক রাজনৈতিক ভারসাম্যের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তারা মনে করেন। 


আরও খবর
আগামীকাল গাজীপুরে আসছেন তারেক রহমান

সোমবার ২৬ জানুয়ারি ২০২৬





ফতুল্লায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আওয়ামী লীগ কর্মী

ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারিসহ ৫০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

গাজীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মা, মেয়েসহ নিহত-৩

বাগাতিপাড়ায় আ’লীগ নেতার দখলে ভ্যানচালকের একমাত্র রাস্তা, ৯৯৯-এ অভিযোগেও মিলেনি সেবা

উলিপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পুতুলকে নিয়ে আপত্তিকর মন্তব্য বিএনপি নেতার কুরুচিপূর্ণ বক্তব্যের জবাব মানুষ ব্যালটের মাধ্যমেই দেবে : ব্যারিস্টার পুতুল

পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা

প্রফেসর ইউনুসের সরকারের সময় দেশে সুবিচার কায়েম শুরু হয়েছে - মেজর হাফিজ

জামালগঞ্জে সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন

পত্নীতলায় প্রতিবন্ধী শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

লালমোহনে বাস চাপায় মা-ছেলেসহ নিহত-৩

মুরাদনগরে সরকারি গুদামে চুরি করতে গিয়ে ৩ চোর আটক

দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যা

টাঙ্গাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংসদ সদস্য প্রার্থী জাকিরের সাংবাদিকদের সাথে মতবিনিময়

কালিগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

ব্যবসায়ীর চোখ উপড়ে ও লিঙ্গ কর্তন করে হত্যা

খালেদা জিয়া মারা গেছেন

জামালগঞ্জে ডেবিল হান্ট অপারেশনে যুবলীগ নেতা গ্রেফতার

সিংড়া উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম

কক্সবাজারে অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি: মাঠে নেমেছেন আপেল মাহমুদ

ঘাটাইলে শীতে খেজুর রস খেয়ে তৃপ্তি পাচ্ছে রসপ্রেমীরা

আখাউড়ায় খালেদা জিয়ার দোয়া মাহফিলে বিএনপির এমপি প্রার্থী কবির আহমেদ

মনোনয়ন বৈধ হলেও ধোঁয়াশা: সুনামগঞ্জ-১ আসনে বিএনপির দুই প্রার্থী ঘিরে আলোচনা

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের শোক

সেনবাগ উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক বেলাল হোসেন শামীম

সিরাজগঞ্জ–৩ আসনে ১২ দলীয় জোটের চূড়ান্ত এমপি প্রার্থী ড. আব্দুস সামাদ

সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ফার্মেসি মালিককে জরিমানা

স্বতন্ত্র প্রার্থী সিগমার শোডাউনে কারণে আতঙ্কে কোমলমতি শিশু ও বৃদ্ধারা

নাইয়ারা দেশ প্রবাস উন্নয়ন ফোরামের চতুর্থ মেয়াদের কমিটি অনুমোদন

চলমান সংকট নিরসনে তৌহিদ ভিত্তিক রাষ্ট্র গঠনের বিকল্প নেই শীর্ষক কর্মী সম্মেলন


এই সম্পর্কিত আরও খবর

আগামীকাল গাজীপুরে আসছেন তারেক রহমান

নির্বাচনে লেভেলে প্লেয়িং ফিল্ড নেই: নাহিদ ইসলাম

আ.লীগ যে অত্যাচার করেছে আমরা সেটি করতে চাই না: আমিনুল হক

চাঁদাবাজি বাদ না দিলে কমপ্লিট লালকার্ড : জামায়াত আমির

দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসতে তরুণদের পরামর্শ চান তারেক রহমান

মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার আমিনুলের

তারেক রহমানের চট্টগ্রামের প্রচারাভিযান রোববার

তারেক রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ হাইপার প্রোপাগান্ডার অংশ: রিজভী

দেড় দশক পর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে: নাহিদ

আমরা কারো রক্ত চক্ষুকে ভয় করি না : ডা. শফিকুর রহমান