
শামছুদ্দিন খোকন, চরফ্যাশন
চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন ৪৭নং চর কচ্ছপিয়া কো-ইড স্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯শে জানুয়ারী ) সকাল ৯ টায় চর কচ্ছপিয়া কো-ইড প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠানটি শুরু হয়।
অনুষ্ঠানে এবারের প্রতিযোগিতা বিষয়গুলো বৈচিত্র্যপূর্ণ ছিল। শিক্ষার্থীদের জন্য মোরগ লড়াই, নিজকে বাঁচাও বেলুন ফাটানো, জল ডাঙ্গা, বালিশ অপসারণ, বেত লাফ, দৌড় প্রতিযোগিতা, স্টাম্পে বল নিক্ষেপ, পাখির বাসা, আটা দৌড়, অতিথিদের জন্য রশি টানাটানি ইত্যাদি।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ আইচা রাব্বানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুল বশার হেলালি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চর আইচা ছাবেরা খাতুন মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো. ফিরোজ, অস্ট্রেলিয়ান দাতা সংস্থার সদস্য মিস্টার প্যাডিরিক ও লরি, কো-অর্ডিনেটর কো-ইড অফিস চরফ্যাশন মো. রিয়াজ হোসেন, দক্ষিণ আইচা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুতাহের মাস্টার, সাবেক ইউ,পি সদস্য ৪নং ওয়ার্ড, মো. মোসলেউদ্দিন মজুমদার,
১২নং কো-ইড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এন এম আলমগির, চর মানিকা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. হান্নান বেপারী প্রমুখ।
ক্রিড়া পরিচালনায় ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারীর প্রধান শিক্ষক এ রহমান, সহকারী শিক্ষক মো. জামাল হোসাইন, মোসা. কামরুন নাহার রীমা ও প্রাক- প্রাঃ নুসরাত জাহান।
প্রতিযোগিতা শেষ হওয়ার পর প্রধান শিক্ষক, এবং অতিথিবৃন্দ তাঁদের বক্তব্য উপস্থাপন করেন। তাঁরা প্রত্যেকেই তাঁদের বক্তব্যে ক্রীড়ার সুফলের দিকটি সুন্দরভাবে উপস্থাপন করেন। ক্রীড়া প্রতিযোগিতা ও প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী দুইটি পর্বই ছিল অত্যন্ত সুবিন্যস্ত।
ক্রীড়ানুষ্ঠানটি সফল করার জন্য অধ্যয়নরত ছাত্র / ছাত্রী এবং প্রাক্তন শিক্ষার্থীদের নিরলস প্রচেষ্টা ছিলো প্রশংসনীয়।

































