
জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর এ এম এম কামাল উদ্দিনের পরিবর্তন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে জনতা বাজার কলেজ মাঠ থেকে কয়েক হাজার মটর সাইকেল নিয়ে শোভাযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চরফ্যাশন আলিয়া মাদ্রাসার মাঠে এসে শেষ হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অধ্যাপক কামাল উদ্দিন বলেন, আমাদের দেশে সকল মত দেখা হয়েছে, কোন মত মানুষের জন্য মুক্তি আনতে পারেনি, এবার আলেমদের নেতৃত্বে আমরা পরিবর্তন আনতে চাই। যেই পরিবর্তনে বাংলাদেশ বিশ্বে ন্যায় ইনসাফের উদাহরণ হবে। তিনি নিজেকে ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে বলেন, অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি নিজ এলাকার উন্নয়নে কাজ করার তীব্র আকাঙ্খায় ছিলাম, তাই পীর সাহেব চরমোনাই আমাকে আপনাদের খেদমতের জন্য পাঠিয়েছেন।
এ সময় ইসলামী আন্দোলন ভোলা জেলা দক্ষিণের সভাপতি মুফতি নুরুদ্দিন, সহ-সভাপতি মাওলানা গোলাম মোরশেদ, সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিন, সাংগঠনিক মাওলানা সালাউদ্দিন, উপদেষ্টা আলা উদ্দিন তালুকদারসহ নেতাকর্মী, জনসাধারণ উপস্থিত ছিলেন।





























