
দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞা থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চার সদস্যকে পৃথক স্থান থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে গত রবিবার রাতে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওইদিন রাতে থানার এসআই ফখরুল ইসলাম, এসআই নূরুল ইসলাম, এসআই মহসিন ও এসআই মোঃ শহীদ উল্যার নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, ফেনী জেলার দাগনভূঞা উপজেলার সেকান্দরপুর গ্রামের দ্বীন মুহাম্মদের ছেলে শহিদ রানা (৩২), একই এলাকার আজিজ ফাজিলপুর গ্রামের মোঃ মোস্তফার ছেলে কবির আহাম্মদ প্রকাশ হাত কাটা কবির (৫০), নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামের শফি উল্যাহর ছেলে হায়দার হোসেন সুজন (৩৬), ফেনী জেলার সোনাগাজী উপজেলার পূর্ব মহেশ্বর গ্রামের নূর আলমের ছেলে মামুনুর রশিদ প্রকাশ মামুন (২৮) পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
থানার ওসি মো. আবুল হাসিম জানান, গ্রেফতারকৃত আসামী শহিদ রানা (৩২) গত রবিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করা হয়েছে এবং তাহার দেওয়া তথ্যের ভিত্তিতে অপরাপর আসামীদেরকে গ্রেফতার করাসহ ডাকাতি হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, কবির আহম্মদ প্রকাশ দুই হাত কাটা কবিরের বিরুদ্ধে ১৫টি মামলাসহ অপরাপর আসামীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। উক্ত আসামীরা সংঘবদ্ধ হয়ে ফেনী জেলা ও নোয়াখালী জেলার বিভিন্ন মহাসড়কে ডাকাতিসহ ছিনতাই করে থাকে। এরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। ধৃত ডাকাতদের আদালতে প্রেরন করা হয়েছে। এছাড়াও থানা পুলিশ অভিযান পরিচালনা করে দুইজন সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





























