
জিয়াউল হক পিন্টু, দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞায় রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহরাজ শারবীন।
সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় উপজেলার বৈরাগী হাটে বাজার মনিটরিং করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এ সময় রোজার বিশেষ খাদ্যপণ্য নিত্যপণ্যের দাম যাচাই করা হয়। ব্যবসায়ীদের সতর্ক করা হয়। ব্যবসায়ীদের সচেতন করতেই বাজার মনিটরিং করা হয়। নিয়মের ব্যত্যয় ঘটিয়ে যারা অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, পণ্যের মূল্য, উৎপাদনের তারিখ, প্যাকেটজাতকরণের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ লিপিবদ্ধ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় এক দোকানীকে এক হাজার টাকা জরিমানা করা হয়। পুরো রমজান মাসজুড়ে বাজার মনিটরিং চলমান থাকবে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহায়তা করে।





























