
এস এম রিফাত :বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় কিশোরগঞ্জে জেলা তাঁতীদলের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ডিসেম্বর) সন্ধ্যায় জেলা শহরের গাইটাল ফার্মের মোড় এলাকায় জেলা তাঁতীদলের অস্থায়ী কার্যালয়ে এ দোয়ার আয়োজন করা হয়।
কিশোরগঞ্জ জেলা তাঁতীদলের আহবায়ক সাহেব আলীর সভাপতিত্বে সদস্য সচিব বোরহান উদ্দিন সরকারের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন
কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জিএস শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সুমন।জেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক আওয়াল,সদর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক রাকিব মাহবুব পুল্টন,সদস্য সচিব শফিকুল ইসলাম স্বপন,হোসেনপুর উপজেলা তাঁতীদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম, যুগ্ম আহবায়ক লুৎফর রহমান প্রমূখ।
এছাড়াও তাঁতীদলের জেলা ও বিভিন্ন উপজেলা থেকে অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী। তিনি দেশের মানুষকে আগলে রেখেছেন। এখন তিনি অসুস্থ। আমরা বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করছি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।





























