
রাজনৈতিক মামলায় যখনই জামিন আবেদন করা হবে, তখনই শুনানি হবে বলে সিদ্ধান্ত নিয়েছে ঢাকার জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালত। এ খবর পাওয়ার পরে সকাল থেকে রাজনৈতিক মামলায় আটক আসামিদের জামিনের আবেদন করেছেন আইনজীবী।
মঙ্গলবার (৬ আগস্ট) সকাল থেকে আদালতে অবস্থিত প্রত্যেকটি বুথে বেইলবন্ড (জামিননামা) কেনার জন্য আইনজীবীদের লম্বা লাইন পড়ে গেছে। এর আগে সকালে জেলা জজ আদালতের সভাকক্ষে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় জামিন আবেদনের সঙ্গে সঙ্গে শুনানির সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে সীমিত পরিসরে আদালতে জামিনের আবেদন শুনছেন বিচারক। ঢাকার মহানগর দায়রা জজ, জেলা ও দায়রা জজ, চিফ মেট্রোপলিটন ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রাজনৈতিক মামলার শুনানি অনুষ্ঠিত হচ্ছে।
‘বেইল বন্ড’ কিনতে বুথের সামনে লাইনে দাঁড়ানো আইনজীবী রুহুল আমীন বলেন, রাজনৈতিক নাশতার এক মামলায় আমার এক আসামি কারাগারে আটক আছেন। আজ বিচারকের নির্দেশে জামিন শুনানি করবো। এজন্য আগে থেকে বেইল বন্ড কিনতে লাইনে দাঁড়িয়েছি।
উল্লেখ্য, ঢাকার নিম্ম আদালত প্রাঙ্গণে এখনও পর্যন্ত কোনও পুলিশ সদস্য বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে দেখা যায়নি।







































