
মোহাইমিনুল ইসলাম উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ধরলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে দেখা যায়, দীর্ঘদিন ধরে ধরলা নদীর বিভিন্ন পয়েন্টে পরিবেশগত ক্ষতি ও নদীর গতিপথ পরিবর্তনের ঝুঁকি তৈরি করে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে এদিন মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানের সময় নুরমহাম্মদ নামে এক ব্যক্তি নদী থেকে বালু উত্তোলনের সাথে জড়িত ছিলেন বলে প্রমাণ পাওয়া যায়।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪(গ) ও ৪(জ) ধারার লঙ্ঘন করায় তাকে আইনটির ১৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় প্রসিকিউশন সহায়তা করেন বিআইডব্লিউটিএর উপসহকারী প্রকৌশলী কাওসার।
সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান বলেন, “নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। কেউ আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও বলেন, অবৈধ বালু উত্তোলনে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়, ভাঙ্গন বৃদ্ধি পায় এবং পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়ে, যা রোধে প্রশাসন সর্বদা সতর্ক।
স্থানীয় বাসিন্দারা জানান, ধরলা নদীতে এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে প্রশাসনের নিয়মিত নজরদারি খুবই জরুরি। মোবাইল কোর্টের এ অভিযান মানুষকে সচেতন করবে বলেও আশা প্রকাশ করেছেন তারা।
উলিপুরে নদী ও পরিবেশ সুরক্ষায় প্রশাসনের এমন উদ্যোগ এলাকায় ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।



































