
ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২৫ পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন ধুনট উপজেলা শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে বীর মুক্তিযোদ্ধা প্লাজায় নিজস্ব সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন ধুনট উপজেলা শাখার সভাপতি আশীষ কুমার সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আমিন এবং সমাজ কল্যাণ সম্পাদক বুদ্ধ দেব এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন ,জাহাঙ্গীর আলম (প্রভাষক), রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, নাজমুল সরকার, বুদ্ধ দেব, শংকর কুমার, শামুজ উদ্দিন, সুজন আহমেদ, মুকুল হোসেন ফকির, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, "মানবাধিকার মানে শুধু অধিকার নয়, এটি এক ধরনের দায়িত্বও। প্রতিটি মানুষের জীবনে মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার রয়েছে, তা হোক শিশু, নারী, বৃদ্ধ বা যে কেউ। আমরা চাই একটি এমন সমাজ গড়ে উঠুক যেখানে কারো অধিকার লঙ্ঘিত হবে না, যেখানে ন্যায়বিচার ও সমতা নিশ্চিত হবে। মানবাধিকারের প্রশ্নে আমাদের সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। মানবাধিকার রক্ষা মানে মানবতা রক্ষা।"





























