
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া ‘খ’ সার্কেলের উদ্যোগে বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে গাঁজাসহ চারজনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার একাধিক স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শিবগঞ্জ উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান নেতৃত্ব দেন। অভিযানের সময় চার আসামির কাছ থেকে মোট ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,মিজানুর রহমান (৩৮), মোহাম্মদ আলী হাসান (৩৬),স্বাধীন ফকির (২৫) ও খোকন শেখ (৪০)।
ভ্রাম্যমাণ আদালত চার আসামিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং প্রত্যেককে ৩০০ (তিনশত) টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করেন। অভিযানের সময় উদ্ধারকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।
বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান অভিযানের বিষয়ে বলেন,“মাদক সমাজের জন্য একটি মারাত্মক ব্যাধি। বিশেষ করে তরুণ প্রজন্মকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে এই সর্বনাশা মাদক। মাদকের বিরুদ্ধে সরকারের যে ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে, তা বাস্তবায়নে আমরা মাঠপর্যায়ে দৃঢ়ভাবে কাজ করছি। আজকের এই মোবাইল কোর্ট অভিযান তারই একটি অংশ। আইন অমান্যকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন,“জনস্বার্থে মাদক নির্মূলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক শাস্তি প্রদান অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও ডিএনসি ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে শিবগঞ্জ উপজেলাজুড়ে নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখতে হবে।”
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া কার্যালয়ের উপ-পরিচালক জিললুর রহমান জানান, মাদক নির্মূলে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের ভয়াল ছোবল রুখতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের পাশাপাশি সকলের সচেতন অংশগ্রহণ প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।





























