
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: বগুড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে আদমদিঘী থানাধীন বিহী বাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন আদমদিঘী উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আদমদিঘী উপজেলার উপর পোওতা গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে সোহেল রানা (৪৫)।
অভিযানের পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আদালতের নির্দেশে ঘটনাস্থলেই উদ্ধারকৃত গাঁজা ধ্বংস করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা, “আমাদের লক্ষ্য সমাজকে মাদকমুক্ত করা। অভিযানে যে কোনো অবৈধ মাদকদ্রব্য এবং মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনা হবে। জনসাধারণের সচেতনতা বৃদ্ধি করা এবং আইন কঠোরভাবে প্রয়োগ করা আমাদের মূল দায়িত্ব।”
ডিএনসি, বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক বিক্রেতা ও ব্যবহারকারীদের শাস্তি নিশ্চিত করা হচ্ছে। জনগণকে মাদকাসক্তি মুক্ত সমাজ গঠনে এগিয়ে আসতে হবে।”





























