
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে গাঁজা ও অ্যালকোহলসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (৩০ নভেম্বর ) দুপুর সাড়ে ১২টার দিকে সোনাতলা উপজেলার বিভিন্ন এলাকায় এ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযানটি পরিচালনা করেন সোনাতলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীন। অভিযানে সহযোগিতা করে ডিএনসি বগুড়া ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল।
অভিযানকালে বারোঘড়িয়া গ্রামের শহিদুল ইসলাম (৩০)–কে পাঁচ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। একই সময় গড়চৈনত্যপুর গ্রামের আমিনুল ইসলাম (৩৫) এবং সুজয়পুর গ্রামের মোঃ জাকির (৩০)–কে মোট দুইশ মিলিলিটার অ্যালকোহলসহ গ্রেফতার করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমেে শহিদুল ইসলামকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং অ্যালকোহলসহ গ্রেফতার অপর দুইজনকে প্রত্যেককে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীন বলেন,“মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে মাদকের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিত চলবে। কেউ আইন ভঙ্গ করলে তাকে ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “মাদক নির্মূলে শুধু শাস্তিই নয়, সামাজিক সচেতনতা বাড়ানোও জরুরি।”
ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন,“বগুড়াসহ আশপাশের উপজেলাগুলোকে মাদকমুক্ত করতে ডিএনসি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সোনাতলায় আজকের এ অভিযান তারই অংশ।”
তিনি আরও বলেন,“মাদক কারবারি, সেবনকারী ও সরবরাহ চক্রের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর ও ধারাবাহিক অভিযান চালানো হবে। মাদকদ্রব্য উদ্ধারে ডিএনসির গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।”
অভিযান শেষে জব্দকৃত মাদকদ্রব্য বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নির্দেশে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।





























