
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ভূইয়াকে বিজয়ী করতে কায়েতপাড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে কায়েতপাড়া ইউনিয়নের কামশাইর এলাকার ডিভাইন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নুর হোসেন এবং সঞ্চালনা করেন কামশাইর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দর সাত্তার ভূইয়া।
বৈঠকে কয়েকশ নারী–পুরুষের উপস্থিতিতে বক্তারা বলেন, দিপু ভূইয়া রাজনৈতিক ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। তার বাবা মজিবুর রহমান ভূইয়া রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ছিলেন, চাচা সুলতানউদ্দিন ভূইয়া জাতীয় সংসদ সদস্য এবং দাদা গোলবক্স ভূইয়া ছিলেন তৎকালীন বারো ভূইয়াদের আমলের অন্যতম ধনী ব্যক্তি।
বক্তাদের ভাষ্য, “দিপু ভূইয়া একজন বিনয়ী ও যোগ্য ব্যক্তি। তিনি জয়ী হলে রূপগঞ্জের উন্নয়ন নতুন গতি পাবে, বন্ধ গ্যাস লাইন পুনরায় চালু হবে।”
বৈঠকে অংশ নেওয়া কয়েকজন নারী জানান, তারা দিপু ভূইয়াকে ভোট দেবেন— “তিনি ভালো মানুষ, আমরা তাকে জয়ী করে ঘরে ফিরবো।”
কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মামুন মিয়া বলেন, “কায়েতপাড়া ইউনিয়ন থেকে বিপুল ভোটে দিপু ভূইয়াকে জয়ী করব। এটি হবে একটি নতুন ইতিহাস।”
এ সময় আরও বক্তব্য রাখেন—
কায়েতপাড়া যুবদলের সভাপতি কামাল নাসের, সাধারণ সম্পাদক মামুন মিয়া, তারা মিয়া, আবুল হোসেন, সালাউদ্দিন আহমেদ, ইস্রাফিল কাজী, আক্তার হোসেন, তারেক হোসেন, মোবারক মিয়া, আমির হামজা, মনির হোসেন, মাসিদুল ইসলাম মাসুদ প্রমুখ।





























